সাবজেক্টঃ ডায়েরি
পূর্ণমানঃ ১০০
শ্রেণিঃ প্লে থেকে দশম
PDiary Full Syll BV Y25 E03
1) স্টুডেন্ট এলিমেন্ট 10%
2) সংস্কৃতি : 10%
3) খেলাধুলা : 10%
4) ডিসিপ্লিন অ্যান্ড ম্যানার :
10%
5) গ্লোবাল লিডার :
10%
6) অফিস অ্যাসাইনমেন্ট : 10%
7) হাজিরা খাতা :
10%
8) সকল প্রকার টেষ্ট : 10%
9) ধর্মীয় কার্যাবলী : 10%
10) অভিভাবক উপস্থিতি : 10%
স্টুডেন্ট এলিমেন্ট:
1) ওয়াটার বোতল পানিসহ প্রতিদিন বাসা থেকে ক্লাসে নিয়ে আসতে হবে ।
2) তসবিহ ডিজিটাল
3) ড্রেস, সু-জুতা সাদা, ব্যাচ, টাই, ক্যাপ,
মাস্ক, আইডি কার্ড,
4) ডায়েরি, শীটের এফোর পান্স ফাইল
5) গ্রামার ২টা, কিনা বই, গাইড বই, সরকারী বই
6) লাল কালির কলম ২টা, কালো
কালির কলম ২টা, পেঞ্চিল ২টা,
পেন্সিল কাটার ১টা, ইলাস্টিক স্কেল ১টা
7) পরীক্ষার বোর্ড, ফাইল
8) জ্যামিতি বক্স,
9) ক্যালকুলেটর (অষ্টম শ্রেণি থেকে)
কাজের বিবরণ-
1) ডায়েরি ফ্রন্ট আউটার তথ্য পূরণ করি - প্রতিষ্ঠানের
নাম, নিজের নাম, শ্রেণি, রোল, বাবার মোবাইল নম্বর
2) ডায়েরির ফ্রন্ট ইনার তথ্য পূরণ করি- প্রতিষ্টানের
নাম, প্রিন্সিপাল স্যারের নাম ও মোবাইল নম্বর
3) ডায়েরির ব্যাক ইনার তথ্য পূরণ করি- শিক্ষার্থীর
নিজের নাম, শ্রেনি, রোল, বাবার নাম ও মোবাইল নম্বর, মায়ের নাম ও মোবাইল নম্বর, ঠিকানা
সনাক্তকরণসহ
4) ডায়েরির ব্যাক আঊটার- বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর
নাম, শ্রেণি রোল
5) ডায়েরির সকল পাতায় পৃষ্টা নম্বর লিখি ১ থেকে শুরু করে শেষ পর্যন্ত
6) ডায়েরিতে হোম ওয়ার্কের কোনো পৃষ্টা খালি রাখা যাবে
না ।
7) ডায়েরির পরিস্থিতি দেখি
8) ডায়েরি লিখার ক্রম
সবার সাথে মিলে কিনা দেখব, যে আগে চলে গেছে তাকে ফলো করব সবাই
, ১/২ জনকে সেমপ্লিং মডেল হিসেবে সনাক্ত করব
9) সারা বছরে যতগুলো ক্লাস হবে, ততগুলো পৃষ্টা
ব্যবহার করতে হবে, শুক্র বা শনিবারের জন্য
অথবা বন্ধের দিনের জন্য কোনো পৃষ্টা খালি রাখা রাখা যাবে না। বন্ধের দিনের জন্য ডায়েরির
পাতা খালি রাখা যাবে না, ডায়েরির ভেতরের একটি পৃষ্টাও খালি রাখা যাবে না
10) ডায়েরিতে অভিভাবকের
স্বাক্ষর
11) ডায়েরির ভেতরের কলামে শিক্ষক নিজের নাম
লিখবেন, স্বাক্ষরণ দিবেন না
12) বইয়ের পৃষ্টায় তারিখ লিখা
13)বইয়ের পৃষ্টায় সিলেবাস লিখা
14) অনলাইনে সিলেবাস খুজে বের করতে পারে কিনা
15) হোম ওয়ার্কের পৃষ্টায় মন্তব্য লাল কালি
দিয়ে শিক্ষক পূরণ করবেন ।
নোটঃ
১) প্রতি মাসে একবার করে ১২ মাসে ১২টা পরীক্ষা হবে ডায়েরির
No comments:
Post a Comment