প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, আমাদের সিলেবাস পোর্টালটি ফলো করতে পারেন। প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছি আমরা । আর ডানপাশে বৃত্ত চিহ্নিত লিংকগুলোতে ক্লিক করে আমাদের সাইটগুলোতে জয়েন করতে পারেন । আমাদের কোনো নোট বা শীট দরকার হলে আমাদের পেইজে বা গ্রুপে কমেন্স করে জানাতে পারেন । সরকারী বা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করেন, এমন শিক্ষকদের জন্য এই পোর্টালের সবকিছু নিষিদ্ধ ।

Thursday, May 29, 2025

প্রথম শ্রেণির মাসিক পরীক্ষার প্রশ্ন

আলবানী ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ

মাসিক পরীক্ষা – ফেব্রুয়ারী ২০২৫ খ্রিষ্টাব্দ

 

শ্রেণিঃ প্রথম                                                                    বিষয়ঃ ৫টি 

সময়ঃ 3 ঘন্টা                                                                 পূর্ণমানঃ ১০০

 

ক বিভাগঃ ইসলাম শিক্ষা                                                          ২০ নম্বর

১। আরবী হরফ কয়টি?

২। নোকতাওয়ালা হরফ  কয়টি?

৩। নোকতা ছাড়া হরফ কয়টি? 

৪। কালেমা তাইয়েবা বাংলায় লিখ।

৫। হরকত কাকে বলে?

খ বিভাগঃ বাংলা                                                                 ২০ নম্বর  

১। স্বরবর্ণ লিখঃ অ-ঔ পর্যন্ত।

২। ই দিয়ে পাঁচটি শব্দ তৈরি কর।

৩। এলোমেলো বর্ণ সাজিয়ে লিখঃ

শো অ ক =

য়ে ছি খে =

টে ছে ফু =

ম আ =

তা আ =

গ বিভাগঃ ইংলিশ                                                                 ২০ নম্বর

১। অর্থসহ শব্দ গঠন কর।   A, C, E, G, I

২। বাংলায় অনুবাদ কর।

i) How are you?

ii) Good morning.

iii)  I am fine.

৩। শব্দার্থ লিখ  : Morning, Good, Fine, Small, Picture

৪ । বানান শুদ্ধ করে লিখি- Schoul, Collage, Albane, Smull, Unyt

 

 

ঘ বিভাগঃ প্রাথমিক গণিত                                                         ২০ নম্বর

১। শূন্যস্থান পূরণ কর।

ক) একটি বেগুনের চেয়ে একটি কাঁঠাল ____।

খ) একটি ফুটবল একটি ক্রিকেট বলের চেয়ে _____।

গ) একটি কাঁঠাল গাছের চেয়ে আক্তি ফুল গাছ _____।

ঘ) একটি আমের চেয়ে একটি ফুল ______।

ঙ) একটি কলমের চেয়ে একটি বই ______।

২। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর।

ক) ৫ ও ২ এর মধ্যে কোন সংখ্যাটি কম?

খ) ৮ ও ৯ এর মধ্যে কোন সংখ্যাটি ছোট?

গ) ১ দশ বলতে কত বোঝায়?

ঘ) কোন সংখ্যাটি বেশি, ৬ নাকি ৪?

ঙ) ৬, ৭ ও ৮ এর মধ্যে ছোট সংখ্যা কোনটি?

৩। যোগ করিঃ

ক) ১+২     খ) ৩+১    গ) ২+২    ঘ) ২+৩     ঙ) ৪+৪

৪। ৬ টি লাল আপেল ও ২ টি সবুজ আপেল আছে। একসাথে মোট কয়টি আপেল আছে?

ঙ বিভাগঃ কম্পিউটার                                                             ২০ নম্বর

১। পেইন্ট টুল ব্যবহার করে জাতীয় পতাকা আঁকি

২। মাউসের স্ক্রল বাটন সনাক্ত করি

৩। কী বোর্ডের স্পেসবার সনাক্ত করি

৪। মাইক্রোসফট ওয়ার্ডে নিজের নাম লিখি

 

নোটঃ ভবিষ্যতের জন্য প্রশ্নটি ফাইলে সংরক্ষণ করি

No comments:

Post a Comment

ষষ্ঠ শ্রেণির আল কোরআন লিখিত অংশের সিলেবাস

ষষ্ঠ শ্রেণির আল কোরআন এর লিখিত অংশের সিলেবাস   6Al Quran Wr Syll BV Y25 E02   ১ নং ০১ জানু ১ম অধ্যায় ...